Wednesday, June 8, 2016

Top 20 Affiliate Marketing website List that help you get more knowledge




Top 20 Affiliate Marketing website List গুলো জেনে নিন। যা থেকে আপনিও আয় করতে পারবেন।


সবার প্রথমে সবাইকে শুভেচ্ছা ও অভিন্দন জানিয়ে শুরু করছি আজকের লেখা। আশা করি সবাই ভাল আছেন। আর ভাল থাকুন এটাই কামনা করি সারাক্ষন।অনলাইনে আয়ের অনেকগুলো উপায়ের মধ্যে বর্তমানে অনেক জনপ্রিয় মাধ্যম হল অ্যাফিলিয়েশন। মানে আপনি একটা ওয়েবসাইট বা অন্য কোন মাধ্যমে ঐসব অ্যাফিলিয়েট ওয়েবসাইটগুলোর পন্য বিক্রয় করে দিতে পারলে সেই পণ্যের দামের একটা অংশ আপনাকে দেওয়া হবে। বাংলাদেশের অনেকেই আমরা এইসব সাইট হাতে গুনা কয়েকটার নাম জানি যেমন, আ্যামাজন, ইবে, ক্লিক ব্যাংক এই ধরনের কয়েকটি সাইট। কিন্তু এর বাইরেও আরো কয়েকটি সাইট আছে যার মাধ্যমে আপনি অ্যাফিলিয়েশন করে আয় করতে পারেন।  আজ আমি আপনাদের এই রকম ২০ টি সাইটের লিংক দিব। যা আপনাদের সবারই উপকারে আসবে।


No comments:

Post a Comment