Wednesday, June 8, 2016

Know about Affiliate and increase your earning volume with affiliate offer promotion

Affiliate মার্কেটিং সম্পর্কে জানুন এবং আপনার ইন্টারনেট এ আয় বাড়ান


AFFILIATE MARKETING
AFFILIATE MARKETING



আমি এই ব্লগে নতুন। আজ আমি Affiliate Marketing  সম্পর্কে কিছু লিখবো। যদি এই ব্লগে এই সম্ভন্ধে কেউ লিখে থাকেন তবে তার জন্য দুক্ষিত! তাহলে শুরু করা যাক >>>
আজ আমি Affiliate Marketing  সম্পর্কে কিছু লিখবো।
Affiliate Marketing কি?
Affiliate Marketing হোল একটি মাধ্যম যেখানে পাব্লিশার এবং প্রডাক্ট প্রস্তুতকারি একত্রে স্বম্মেলিত হয়ে প্রডাক্ট মার্কেটিং ও বিক্রি করে প্রফিট  ভগাভগি করে নেয়।
Affiliate Marketing কিভাবে কাজ করে? 


ধরুন আপনার একটি সাইট আছে যেখানে প্রচুর পরিমান ভিজিটর আসে তাহলে আপনি আপনার সাইট রিলেটেড বিজ্ঞাপন দিয়ে ভিজিটরকে আকৃষ্ঠ করে প্রডাক্ট প্রস্তুত কারি প্রতিষ্ঠানের সাইটে পাঠিয়ে দিবেন আর এভাবে আপনার সাথে চুক্তি আনুযায়ী পেমেন্ট গ্রহন করবেন। আবার চুক্তি অনুযায়ী আপনার অ্যড এ ভিজ়িট্র ক্লিক করলে ও আপনি অর্থ পেতে পারেন।

Affiliate মার্কেটিং
তবে মনে রাখবেন সধারনত প্রডাক্ট বিক্রি না হওয়া পর্যন্ত পেমেন্ট পাবেন্না! কেঊ কেঊ আবার ভিজিট্র এনে দিলে ও সামান্ন পরিমান অর্থ দিয়ে থাকে!
এক কথায় বল্লে আপনার সাইটের মাধ্যমে আন্যের প্রডাক্ট মার্কেটিং করে দিয়ে আপনি লাভবান হতে পারেন সহযে।
নিচে কিছু টপ Affiliate Marketing সাভিস প্রদান কারির নাম দেয়া হলো
  1. Google
  2. Amazon
  3. Ebay
সুতরাং রেজিস্ট্রেশান করুন আর আয় করুন আপনার কষ্টের ডেবেলপ করা সাইট থেকে।

No comments:

Post a Comment