অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং পর্ব-১।। Amazon Affiliate Marketing Bangla Tutorial
অ্যাফিলিয়েট মার্কেটিং কি ? (What is Affiliate Marketing?)
অ্যাফিলিয়েট মার্কেটিং(Affiliate Marketing) যদি বাংলায় বলতে যাই তা হল দালালি বা কমিশনে কাজ করা। দালালরা যা করে তা হল দুটি পক্ষের মধ্যে কথা বা কোন একটি চুক্তি করিয়ে দিবে তার জন্য্ তারা কমিশন নিবে। আ্যাফিলিয়েট মার্কেটিং ও একই। আপনি তাদের প্রোডাক্ট বিক্রি করে দিবেন। তারা এর জন্য আপনাকে কমিশন দিবে। অথ্যাৎ কমিশন ভিত্তিক বিক্রয় প্রক্রিয়াটাই হল অ্যাফিলিয়েট মার্কেটিং।
অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং কি ?(What is Amazon Affiliate Marketing?)
তারা কি পরিমান কমিশন দেয় ? (How much they pay?)
সাধারনত অ্যামাজন প্রোডাক্টে পরিমান অনুযায়ী কমিশন রেট নির্ধারন করে। সাধারনত এটা মাসিক হিসেবে হিসাব করে তারা। আপনি যাদি এক মাসে ৬টা বা এর কম প্রোডাক্ট সেল করেন তাহলে আপনি প্রোডাক্টের দামের ৪% হারে কমিশন পাবেন। আপনি যাদি মাসে ৭টা থেকে ৩০ টার মত প্রোডাক্ট সেল করেন তাহলে আপনি ৬% হারে কমিশন পাবেন। আপনি যদি ৩১ থেকে ১১০ এর মধ্যে প্রোডাক্ট সেল করেন তাহলে ৬.৫% হারে কমিশন পাবেন। আবার আপনি যদি ১১১ থেকে ৩২০ এর মধ্যে প্রোডাক্ট সেল করেন তাহলে ৭% হারে কমিশন পাবেন। আপনি যদি ৩২১ থেকে ৬৩০ এর মধ্যে মাসিক সেল করতে পারেন তাহলে আপনি কমিশন পাবেন ৭.৫০% করে। সেল যদি ৬৩১ থেকে ১৫৭০ এর মধ্যে হয় কমিশন হার হবে ৮%। যদি সেল হল ১৫৭১ থেকে ৩১৩০ এর মধ্যে তবে হার হবে ৮.২৫%। আর যদি আপনি ৩১৩০ এর উপর সেল আনতে পারেন তবে কমিশন পাবেন ৮.৫০% করে। সাধারনত এই হারে কমিশন ধরা হয়। আবার বিভিন্ন প্রোডাক্ট ক্যাটাগরি অনুযায়ী অনেক প্রোডাক্টের কমিশন ভিন্ন হয়। কিছু প্রোডাক্টে তারা ১০% ও কমিশন পে করে।
সাধারনত অ্যামাজন প্রোডাক্টে পরিমান অনুযায়ী কমিশন রেট নির্ধারন করে। সাধারনত এটা মাসিক হিসেবে হিসাব করে তারা। আপনি যাদি এক মাসে ৬টা বা এর কম প্রোডাক্ট সেল করেন তাহলে আপনি প্রোডাক্টের দামের ৪% হারে কমিশন পাবেন। আপনি যাদি মাসে ৭টা থেকে ৩০ টার মত প্রোডাক্ট সেল করেন তাহলে আপনি ৬% হারে কমিশন পাবেন। আপনি যদি ৩১ থেকে ১১০ এর মধ্যে প্রোডাক্ট সেল করেন তাহলে ৬.৫% হারে কমিশন পাবেন। আবার আপনি যদি ১১১ থেকে ৩২০ এর মধ্যে প্রোডাক্ট সেল করেন তাহলে ৭% হারে কমিশন পাবেন। আপনি যদি ৩২১ থেকে ৬৩০ এর মধ্যে মাসিক সেল করতে পারেন তাহলে আপনি কমিশন পাবেন ৭.৫০% করে। সেল যদি ৬৩১ থেকে ১৫৭০ এর মধ্যে হয় কমিশন হার হবে ৮%। যদি সেল হল ১৫৭১ থেকে ৩১৩০ এর মধ্যে তবে হার হবে ৮.২৫%। আর যদি আপনি ৩১৩০ এর উপর সেল আনতে পারেন তবে কমিশন পাবেন ৮.৫০% করে। সাধারনত এই হারে কমিশন ধরা হয়। আবার বিভিন্ন প্রোডাক্ট ক্যাটাগরি অনুযায়ী অনেক প্রোডাক্টের কমিশন ভিন্ন হয়। কিছু প্রোডাক্টে তারা ১০% ও কমিশন পে করে।
কেন আমরা অ্যামাজন অ্যাফিলিয়েট করব ? (Why we do Amazon Affiliate Marketing?)
এখন আমাদের মনে প্রশ্ন জাগে এত অ্যাফিলিয়েট প্রোগ্রাম থাকতে কেন আমরা অ্যামাজন অ্যাফিলিয়েট করব। প্রথমত অ্যামাজনের সব প্রোডাক্টই মানসম্মত ও ভালো। অ্যামাজনের মার্কেটে সুনাম আছে এবং সবাই এটিকে চিনে। আপনি যখন একজন বায়ার অ্যামাজনে পাঠান তখন সে ২৪ ঘন্টার মধ্যে যে কোন প্রাডাক্টই কিনুক তার কমিশন আপনি পাবেন। এত আপনি ঐ প্রোডাক্টের মার্কেটিং না করেও তার কমিশন পেতে পারেন। এছাড়া অ্যামাজনে ট্রাফিক পাঠালে সে যেই প্রোডাক্ট টি কিনবে অ্যামাজন তার সাথে সাথে আরোও রিলেটেড আরোও প্রোডাক্ট সাজেস্ট করে। এথেকে সেল হলেও সেলের কমিশন আপনি পাবেন। এর ফলে আপনার কমিশন অনেক পরিমানে বৃদ্ধি পাবে। এই সুবিধা গুলোর জন্য আমারা অ্যামাজনে মার্কেটিং করব।
আমাদের এক্ষেত্রে কি পরিমান সময় ব্যয় করতে হবে ? (How much time you have to spent?)
আপনাকে কি পরিমান টাকা এতে ইনভেস্ট করতে হবে ? (How much money have to invest?)
আমারা তাদের কাছ থেকে কিভাবে পেমেন্টে নিতে পারি? (How we will get payment from amazon?)
আমরা তিনটি উপায়ে অ্যামাজন থেকে পেমেন্ট পেতে পারি।
১. অ্যামাজন গিফ্ট কার্ডের মাধ্যমে।
২. ডায়রেক্ট ব্যাংক ডিপোজিট।
৩. চেকের মাধ্যমে।
আমরা ১ ও ৩ দিয়ে পেমেন্ট নিতে পারব না কারন বাংলাদেশে সাপোর্টেড না। আমরা ২ নং মেথড ব্যবহার করে Payoneer এর মাধ্যমে পেমেন্ট নিব। এক্ষেত্রে কমপক্ষে ১০$ হলে আমরা পেমেন্ট নিতে পারব।
১. অ্যামাজন গিফ্ট কার্ডের মাধ্যমে।
২. ডায়রেক্ট ব্যাংক ডিপোজিট।
৩. চেকের মাধ্যমে।
আমরা ১ ও ৩ দিয়ে পেমেন্ট নিতে পারব না কারন বাংলাদেশে সাপোর্টেড না। আমরা ২ নং মেথড ব্যবহার করে Payoneer এর মাধ্যমে পেমেন্ট নিব। এক্ষেত্রে কমপক্ষে ১০$ হলে আমরা পেমেন্ট নিতে পারব।
No comments:
Post a Comment