Tuesday, July 26, 2016

Visit Dhanmondi lake with some friends after the EID vacation 2015

#shameemahmmed   #dhanmondi   #dhaka   #visit  

Visit Dhanmondi lake with some friends after the EID vacation 2015

#fun   #funnyfriday   #adda   #friendsforever  



Wednesday, June 8, 2016

Know about Affiliate and increase your earning volume with affiliate offer promotion

Affiliate মার্কেটিং সম্পর্কে জানুন এবং আপনার ইন্টারনেট এ আয় বাড়ান


AFFILIATE MARKETING
AFFILIATE MARKETING



আমি এই ব্লগে নতুন। আজ আমি Affiliate Marketing  সম্পর্কে কিছু লিখবো। যদি এই ব্লগে এই সম্ভন্ধে কেউ লিখে থাকেন তবে তার জন্য দুক্ষিত! তাহলে শুরু করা যাক >>>
আজ আমি Affiliate Marketing  সম্পর্কে কিছু লিখবো।
Affiliate Marketing কি?
Affiliate Marketing হোল একটি মাধ্যম যেখানে পাব্লিশার এবং প্রডাক্ট প্রস্তুতকারি একত্রে স্বম্মেলিত হয়ে প্রডাক্ট মার্কেটিং ও বিক্রি করে প্রফিট  ভগাভগি করে নেয়।
Affiliate Marketing কিভাবে কাজ করে? 


ধরুন আপনার একটি সাইট আছে যেখানে প্রচুর পরিমান ভিজিটর আসে তাহলে আপনি আপনার সাইট রিলেটেড বিজ্ঞাপন দিয়ে ভিজিটরকে আকৃষ্ঠ করে প্রডাক্ট প্রস্তুত কারি প্রতিষ্ঠানের সাইটে পাঠিয়ে দিবেন আর এভাবে আপনার সাথে চুক্তি আনুযায়ী পেমেন্ট গ্রহন করবেন। আবার চুক্তি অনুযায়ী আপনার অ্যড এ ভিজ়িট্র ক্লিক করলে ও আপনি অর্থ পেতে পারেন।

Affiliate মার্কেটিং
তবে মনে রাখবেন সধারনত প্রডাক্ট বিক্রি না হওয়া পর্যন্ত পেমেন্ট পাবেন্না! কেঊ কেঊ আবার ভিজিট্র এনে দিলে ও সামান্ন পরিমান অর্থ দিয়ে থাকে!
এক কথায় বল্লে আপনার সাইটের মাধ্যমে আন্যের প্রডাক্ট মার্কেটিং করে দিয়ে আপনি লাভবান হতে পারেন সহযে।
নিচে কিছু টপ Affiliate Marketing সাভিস প্রদান কারির নাম দেয়া হলো
  1. Google
  2. Amazon
  3. Ebay
সুতরাং রেজিস্ট্রেশান করুন আর আয় করুন আপনার কষ্টের ডেবেলপ করা সাইট থেকে।

খুব সহজেই Affiliate Marketing এর মাধ্যমে অন্তত পকেট-মানি টা আয় করে নিন !!

MAKE MONEY ONLINE
MAKE MONEY ONLINE


সবাই কেমন আছেন?আশা করি অনেক ভাল। আজ আপনাদের খুব সহজেই কিভাবে Affiliate Marketing এর মাধ্যমে টাকা আয় করা যায় সেটা নিয়ে আলোচনা করব।
তাহলে শুরু করা যাক,

সারা World টাকার পিছনে ছুটছে। চাকরি করার পাশাপাশি আরও দু পয়সা ইনকাম করার জন্য সবাই মরিয়া। বেকারত্ব আমাদের পিষে মারছে। তো এমন পরিস্থিতিতে আমরা যদি বিনা খরচে অল্প কিছু সময়ে অল্প কিছু কাজ করে অন্তত আমাদের হাত-খরচ অথবা নেত-খরচ টা পেতে পারি তবে ক্ষতি কি?

প্রথমে জানতে হবে Affiliate Marketing কি?
Affiliate Marketing হল একটি মাধ্যম যেখানে publisher এবং product প্রস্তুতকারি একত্রে সম্মিলিত হয়ে প্রোডাক্ট মার্কেটিং ও বিক্রি করে profit ভাগাভাগি করে নেয়।

Affiliate Marketing কিভাবে কাজ করে?
ধরুন আপনার একটি ওয়েব-সাইট অথবা ফেসবুক আইডি আছে যেখানে প্রচুর পরিমান ভিজিটর অথবা ফ্রেন্ডলিস্টে অনেক ফ্রেন্ড আছে তাহলে আপনি আপনার সাইটে অথবা ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে ভিজিটর/ফ্রেন্ডকে আকৃষ্ট করে প্রোডাক্ট প্রস্তুত কারি প্রতিষ্ঠানের সাইটে পাঠিয়ে দিবেন আর এভাবে আপনার সাথে চুক্তি আনুযায়ী পেমেন্ট গ্রহন করবেন। আবার চুক্তি অনুযায়ী আপনার অ্যাড এ ভিজিটর ক্লিক করলে ও আপনি অর্থ পেতে পারেন।
তবে মনে রাখবেন সধারনত প্রডাক্ট বিক্রি না হওয়া পর্যন্ত পেমেন্ট পাবেননা !! কেঊ কেঊ আবার ভিজিটর এনে দিলে ও সামান্য পরিমান অর্থ দিয়ে থাকে !
এক কথায় বললে আপনার সাইটের মাধ্যমে আরেকজনের প্রডাক্ট মার্কেটিং বা সেল করে দিয়ে আপনি লাভবান হতে পারেন সহজে।

কিছু টপ Affiliate Marketing সার্ভিস প্রদান কারি হলো Google,Amazon,Ebay ইত্যাদি।
এরকম একটা দেশিয় Affiliate marketing প্রতিষ্ঠান হল Trend . এটা একটি অনলাইন ভিত্তিক প্রতিষ্ঠান যেটা বিভিন্ন প্রডাক্ট অনলাইনের মাধ্যমে বিক্রয় করে থাকে। এরা সাধারণত এদের Affiliate marketer দের কে 4% profit দিয়ে থাকে। অর্থাৎ যদি কেউ 100 টাকার product সেল করতে পারে তবে তাকে 4 টাকা profit দেওয়া হবে। মনে করি একটি product এর মূল্য ৫০০ টাকা, তাহলে কোন Affiliate marketer যদি প্রোডাক্ট টি বিক্রি করে দিতে পারে তবে সে পাবে ২০ টাকা। এভাবে সে যদি ১০ টি প্রোডাক্ট সেল করতে পারে তবে পাবে ২০০ টাকা।
বিস্তারিত জানতে Trendএর ফেসবুক ফ্যান পেজে ঘুরে আসতে পারেন।

আমাদের সবারই কমবেশি একটা করে ফেসবুক আইডি অথবা একটা ব্লগ আছে। তো সেটাকে কাজে লাগিয়েই আমরা শুরু করতে পারি।
এখন ইন্টারনেট, ফেসবুক এর মাধ্যমে সহজেই যে কেউ ঘরে বসেই প্রডাক্ট এর প্রমোশন করে প্রডাক্ট বিক্রি করতে পারে। এটা কোন ব্যাপার ই না। তো আর দেরি কেন? চলুন নেমে পড়ি কাজে আর হয়ে উঠি স্বাবলম্বী।
ঘুরে আসতে পারেন তাদের ব্লগ থেকে।

যেসব ভাল সাইট থেকে আয় করতে পারবেন

আজ আমি কয়েকটি সাইট দেব যেখানে ফাইল আপলোড করতে পারবেন আর কেউ সেটা ডাউনলোড করলে আপনার অ্যাকাউন্ট এ টাকা আসবে। আমি সেই সব সাইট দেব যেখান থেকে payza  দিয়ে ব্যাঙ্ক থেকে টাকা তুলতে পারবেন।

১। ইউসার ক্লাউড
এটা দিয়ে প্রতি ১০০০ ডাউনলোড ০.50$ থেকে এ 15$ পর্যন্ত আয় হবে
sign up link


২। ডেইলি আপলোড
এ সাইট থেকে ১০০০ ডাউনলোড এ প্রায় ১ $ থেকে  ১৬$ পর্যন্ত পাবেন
sign up link


৩। আনাফাইল
এই সাইট থেকে ১০০০ ডাউনলোড এ   2$ থেকে 3$  পাবেন।
sign up link


৪. বিডি আপলোড
এখান থেকে প্রতি ১০০০ ডাউনলোড থেকে নিশ্চিত .40$ to 40$ পাবেন
sign up link


এই সব সাইট একদম বিস্বস্ত আর বাংলাদেশের যে কোন ব্যাঙ্ক থেকে টাকা উঠানো যায়।

Top 20 Affiliate Marketing website List that help you get more knowledge




Top 20 Affiliate Marketing website List গুলো জেনে নিন। যা থেকে আপনিও আয় করতে পারবেন।


সবার প্রথমে সবাইকে শুভেচ্ছা ও অভিন্দন জানিয়ে শুরু করছি আজকের লেখা। আশা করি সবাই ভাল আছেন। আর ভাল থাকুন এটাই কামনা করি সারাক্ষন।অনলাইনে আয়ের অনেকগুলো উপায়ের মধ্যে বর্তমানে অনেক জনপ্রিয় মাধ্যম হল অ্যাফিলিয়েশন। মানে আপনি একটা ওয়েবসাইট বা অন্য কোন মাধ্যমে ঐসব অ্যাফিলিয়েট ওয়েবসাইটগুলোর পন্য বিক্রয় করে দিতে পারলে সেই পণ্যের দামের একটা অংশ আপনাকে দেওয়া হবে। বাংলাদেশের অনেকেই আমরা এইসব সাইট হাতে গুনা কয়েকটার নাম জানি যেমন, আ্যামাজন, ইবে, ক্লিক ব্যাংক এই ধরনের কয়েকটি সাইট। কিন্তু এর বাইরেও আরো কয়েকটি সাইট আছে যার মাধ্যমে আপনি অ্যাফিলিয়েশন করে আয় করতে পারেন।  আজ আমি আপনাদের এই রকম ২০ টি সাইটের লিংক দিব। যা আপনাদের সবারই উপকারে আসবে।


Learn about CPA Marketing and Buildup your online career now...


জেনে নিন CPA Marketing সম্পর্কে আর গড়ে নিন আপনার অনলাইন ক্যারিয়ার


আল্লাহ্‌র নাম নিয়ে আজ সাহস করে বসে পড়লাম CPA Marketing সম্পর্কে লিখার জন্য। যদিও বিষায়টি আমার নিজের কাছেও কিছুটা নতুন, তবুও আমার ছোট মাথায় CPA Marketing সম্পর্কে যা অল্প কিছু যানা আছে তা আপনাদেরকে যানানোর জন্যই আমার এই লেখা।
আজকাল অনলআইনে ক্যারিয়ার গড়ার ধুম লেগেছে। এই বিষায়টিকে পুঁজি করে ইতিমধ্যে অনেক অসাধু ব্যক্তি শুরু করেছে প্রতারণার নতুন ব্যাবসা। কাজেই সবইকে যানানো জন্য বলছি অনলাইনে আয় করার অন্যতম উপায় গুলো হল ফ্রিলেন্সিং, ব্লগিং এবং অ্যাফিলিয়েট মার্কেটিং। এগুলো ছাড়াও অনেক আয় করার উপায় আছে তবে এই ৩টি উপায়ে সবচেয়ে জনপ্রিয়।
এবার আসি মূল বিষয় CPA Marketing এ। CPA Marketing মূলত এক ধরনের অ্যাফিলিয়েট মার্কেটিং কিন্তু এটি অ্যাফিলিয়েট মার্কেটিং তুলনায় অনেক সহজ (তবে অতটাও না)। কাজেই CPA মার্কেটিং দিয়ে আয়ের সম্ভাবনাও বেশি। 

CPA মার্কেটিং কী?

CPA এর পূর্ণরূপ হল Cost Per Action অর্থাৎ আপনার লিঙ্কের মাধ্যমে গিয়ে কেউ নির্দিষ্ট পদক্ষেপ নিলেই আপনার অ্যাকাউন্টে ডলার জমা হবে। পদক্ষেপটি হতে পারে Email submit করা, Zip code submit করা, কিছু Download করা, Survey complete করা, কিছু Order দেওয়া ইত্যাদি। কাজেই অধিকাংশ CPA প্রডাক্ট ফ্রী বলে কনভার্ট এর পরিমাণও বেশি হয়। প্রতিটি কনভার্ট এর জন্য সাধারণত $0.50 থেকে $20 পর্যন্ত পে করে থাকে। তবে বিশেষ কিছু প্রোডাক্টে $250 বা তার চেয়েও বেশি পাওয়া যায়। এ ধরনের মার্কেটিং PPL বা Paid Per Lead মার্কেটিং নামেও পরিচিত।

কেন আপনি CPA মার্কেটিং করবেন?

অ্যাফিলিয়েট মার্কেটিং এর ক্ষেত্রে আপনাকে বায়ার খুজে প্রোডাক্ট সেল করতে হয় অপর দিকে CPA মার্কেটিং এ ভিসিটর নির্দিষ্ট পদক্ষেপ নিলেই আপনার কাজ শেষ। তাছারা ফ্রী প্রোডাক্ট নিতে অনেকেই ভালবাসে যার জন্য CPA মার্কেটিং এর জন্য Lead/Convert পাওয়া অনেকটাই সহজ। মূলত সহজে Lead/Convert পাওয়া যায় বলেই আপনার উচিত CPA মার্কেটিং নিয়ে কাজ শুরু করা।

কিভাবে সহজে Lead/Convert পাবেন?

আমি আমার সল্প অভিজ্ঞতা থেকে Lead/Convert পাওয়ার কিছু টেকনিক নিচে লিখলামঃ
১। Social media সাইটে টার্গেটেড গ্রুপ বা মানুষ খুঁজে Lead পেতে পারেন।
২। নিজের ব্লগ থাকলে তা দিয়ে রিলেটেড প্রোডাক্ট প্রমোট করতে পারেন।
৩। Video মার্কেটিং করে Lead/Convert নিতে পারেন।
৪। শুধু মাত্র CPA মার্কেটিং এর জন্য নতুন নিচ সাইট খুলে Lead/Convert নিতে পারেন।
৫। আর্টিকেল মার্কেটিং করে প্রোডাক্ট প্রমোট করতে পারেন।
৬। E-mail লিস্ট তৈরী করে বা কিনে তা দিয়ে E-mail মার্কেটিং এর মাধ্যমে Lead পেতে পারেন।
৭। কিছু ওয়েবসাইট বা ব্লগ টার্গেট করে ব্যানার অ্যাড দিতে পারেন।
এ ছাড়াও বিভিন্ন পেইড এবং ফ্রী পদ্ধতিতে CPA মার্কেটিং এর প্রোডাক্ট প্রমোট করে Lead পাওয়া যায়।

ভাল CPA নেটওয়ার্ক গুলো কী কী?

অনেক গুলো CPA নেটওয়ার্ক আছে যেগুলো বিভিন্ন ক্যাটাগরিতে Lead প্রমোট করার সুযোগ দিয়ে থাকে। আমার পরিচিত কিছু ভাল এবং বিশ্বস্ত CPA নেটওয়ার্কের নাম নিম্নে দেওয়া হল।